তুমি মক্কা, তুমি কালীর খাঁড়া
তুমি ভালোবাসার স্রোতধারা
তুমি ভাগীরথী, তুমি পদ্মা, তুমি গঙ্গা ছন্নছাড়া
তুমি অনিয়ম উচ্ছৃঙ্খল
তুমি ভাঙিয়াছো কারা-শৃঙ্খল
তুমি শ্রদ্ধার শিখরে অঞ্চল
তুমি প্রশান্ত, তুমি চঞ্চল।
তুমি ভবঘুরে তবু দিশারী
তুমি নবদিগন্তের শুক-শারী
তুমি কাঠবিড়ালীকে ভাব আড়ি
তুমি রুটিন দোকানের উধারি
তুমি নরেন্দ্র, তুমি উদ্ধারী!
তুমি বঞ্চিতব্যাথা হৃদয়
তুমি পরাজিতের আশ্রয়
তুমি শয়তানদের মহাভয়
তুমি নয়নমণি-প্রাণ-অক্ষয়!
তুমি বিদ্রোহী চেতনায় বিদ্যুৎ
তুমি প্রলয় আনা অদ্ভুত
তুমি নটরাজ, তুমি দেবদূত
তুমি ইংরেজদের হরির লুট!
তুমি সিন্ধু সেঁচে আনা মুক্তো
তুমি পাতাল ফাঁড়া রক্ত
তুমি হিমালয়সম শক্ত
তুমি প্রহ্লাদ, তুমি প্রেমিক, তুমি ভক্ত।
তুমি সঞ্জয়ের নেত্র সঞ্চিতা
তুমি জাতির কৈফিয়তের ভিটা
তুমি দেশপ্রেমিক, কবি, পিতা।
কোটি কোটি প্রণাম তোমার চরণে
আজিকে আঁধারে তোমারে বরণে
তোমার আশীষে তোমার বীরগীতে
দেশ আবার হবে সচেষ্ট, হে শ্রেষ্ঠ।।