আমার প্রেমার রক্ত গোলাপ
তোমার স্বামীর রক্তে কেনা
আমার প্রেমার মুখের হাসির
তোমার সন্তানের কাছে দেনা!
প্রেমার, আমার প্রেমালিঙ্গন
তোমার ভেজা বুকের অঙ্গনে
একটুও বারুদ ব‍্যাঘাত ঘটায়নি
প্রেমার ও আমার চুম্বনে!
তোমার স্বামীর পাঁজরের ফুটো
দধীচিরও মাথা ঝুঁকায়
তোমার স্বামীর ছিন্ন মাংসকে
কোটি কোটি "স‍্যালুট" নির্দ্বিধায়।
আমার হৃদয়ের ধড়কনে মিশেছে
তোমার দুখের ঘড়ির টিক টিক
একশো ত্রিশ কোটির প্রার্থনা
ভগবান তোমাদের শক্তি দিক।

চৌদ্দ তিনে বিয়াল্লিশ, নামতা নয়
স‍্যালুট জানিয়েই সবকিছুর শেষ নয়
সুরক্ষাতে যারা রত, আদৌ কি তারা সুরক্ষিত?
উনিশশো সাতচল্লিশ বেঁচে থাকলে
হয়তো এর উত্তর দিত।।