সবকিছু সত্য তাকে বলে দাও।
যদি সে থাকার হয় তো থাকবে,
আর যদি সে অন্য কিছু চায়,তবে....
তবে কষ্টটা সহ্য করে নিও!
মিথ্যা আনন্দের থেকে সত্যিকারের দুঃখের দাম অনেক বেশি।
যদি সব জানার পরও সে থেকে যায়
তাহলে জেনো,সে তোমাকে খুব ভালোবাসে,
সে সর্বদাই তোমার পাশে থাকবে,
সে শুধুমাত্র তোমার ভালোটাকেই ভালোবাসেনা,
সে ভালোবাসা ঢেলে---
তোমার ক্ষতস্থানও ভালো করে দিতে চায়;
তাকে তোমার সবটুকু দিয়ে ভালোবাসো।
তাকে যদি তুমি ভালোবাসতে না পারো
তবে হয় তুমি ক্যাকটাসপ্রেমী,তাকে চিনতে পারোনি;
নয় তুমি অন্য কিছুকে ভালোবাসা ভাবো।
সে মিষ্টি কথায় তোমায় ভোলায়নি
তার কাছে তোমার সবকিছুই যেন মিষ্টি
সে টোলপড়া গালে,মোহনীয় ঠোঁটে তোমায় বন্দি করেনি
সে মুক্তি দিতে চায় হাজার বছর ছটফট করা বন্দি পাখিটাকে
সে গোলাপ চায় না,তুমিই তার ভালোবাসার পুষ্পস্তবক
সে তোমার প্রেরণা হতে চায়,হতে চায় আশা
আর চায়,সময় করে তুমি একটু তাকে ভালোবাসো,
সে তোমার মধ্যে একটা মানুষ দেখেছে
তুমি কি তার নিশ্চিন্ত দুপুরবেলা হবে না?
তাকে ভালো না বেসে কি পারা যায়?
তাকে ভালোবাসো,তার খেয়াল রাখো,
তাকে ভালো না বাসা যে পাপ।।