ধরো, আজ থেকেই যদি শুরু হতো
প্রথম জাতিভেদ প্রথা
তবে ক'জন ব্রাহ্মণ ব্রাহ্মণ থাকতো?
সব ব্রাহ্মণ কি ব্রাহ্মণ হবার যোগ্য?
আজ থেকে সবাই পূজা করার যোগ্য,
ব্রাহ্মণ একটা কর্মের পদের নাম,
সবার মর্যাদা আজ সমান।
যে মর্যাদা দেয়না সেই নিচু ও অভদ্র
দুনিয়ায় দুটোই জাতি ভদ্র আর অভদ্র,
যার যা ইচ্ছা সে বেছে নেবে তেমন পেশা।
মানুষ চিনতে পেশা নয় দেখো নেশা।
আজ থেকে তুমি আর নও শূদ্র
আজ থেকে সবাই ব্রাহ্মণ সবাই শুদ্ধ
কিংবা সবাই একজাত, একভাত।
আজ আর নেই কোনো জাতপাত ভেদ
ব্রাহ্মণ মুচি মেথরে নেই কোনো প্রভেদ
যতখানি মতভেদ তা মনের দীনতা
আদিম যুগেই কি থাকবে পড়ে?
থাকো তবে নিয়ে সংকীর্ণতা!
সবার সমান অধিকার লেখা সংবিধানে,
একথা কে শোনাবে সুপ্রিমকোর্টের কানে?
সংরক্ষণ না তুলে তোলা হোক জাতিপ্রথা,
আর আট লাখেও সংরক্ষণ এ কেমন কথা?