একপৃথিবী শান্তি তুমি সুমহান আল্লাহ
কাফের যবন সবাই তোমার, সবাই তোমার প্রিয়
ভাইয়ে ভাইয়ে হত্যা যে মহান ইসলামের অপমান!
ওরা জানেনা তাই মিথ্যা বলে, রটায় বদনাম
অন্য শক্তিকে শয়তান বলা ফায়দাবাজের কাম;
শয়তাননাশক মহৎ শক্তি জয় জয় আল্লাহের নাম।
প্রভু, ধ্বংস ধ্বংস চিৎকার ফুৎকারে দাও উড়িয়ে
তোমার নাম নিয়ে ইসলামের বদনাম?
ওদের শয়তানি দাও ছাড়িয়ে,
শয়তান আর আল্লাহ আলাদা, বুঝিয়ে দাও দাঁড়িয়ে,
ব্রহ্মাণ্ডভরা ক্ষমা তুমি, তুমি এক মহাকাশ মুক্তি
একসমুদ্র ভক্তি তুমি, তুমি একজান্নাত শক্তি
অসীম প্রেমিক প্রভু, তুমি শান্তিময় আল্লাহ
ওদের এবার করে দিও ক্ষমা,
বুঝেনাই ওরা কেহ।
সকল ঘৃণা ভুলে যাওয়াই সেরা কুরবানি
হিংসা-হানাহানি না করাই উচ্চতম কুরবানি জানি
তাই মানব, শ্রেষ্ঠ কুরবানিতে অসৎকাজ ত্যাগ দিও
এগুলো শ্রেষ্ঠ তাহার কারণ--
এগুলোই অবুঝের প্রিয়।
আর ভুলভাবে যারা ধর্ম শেখায়
তাদের ছেড়ে দিও।।