আমায় একটু ঝরতে দিও
ছাতাখানা সরিয়ে নিও
ঝরব আমি জল হয়ে তোমার চুলে...
ভিজে একসা ল্যাম্পপোস্টে
তোমায় আমায় ওষ্ঠে ওষ্ঠে
মেঘের রথে বসব দুয়ে ঝড় ভুলে!
আলো আবেশ অন্তরালে
ময়ূর পালক তোমার গালে
ছুঁইয়ে দেবে হালকা হাওয়া আলতো ভাবে,
এসব স্বপ্ন "কয়লা" জানি
ক্ষণিকের রামধনু মানি―
বলো কোন জন্মে আমার সৌরসেল হবে?