প্রতি ক্ষণে মনে মনে শুধু তোমাকেই চাই
তোমা বিনা সব থাকতেও কিছুই যেন নাই!

অনেক দূরে মেঘের তীরে তোমায় ছোঁব
আমার যাহা আছে তা সব তোমায় দেব

যদি অন্য পেতে আনন্দে মেতে তোমারে ভুলি
আমার সকল অহংকারে দাওগো ধূলি.....

আমার সকল হাসির কারণ তুমিই জানি
সকল কাঁদায় কাঁদিয়ে আমায় করোগো ঋণী

আমায় শত কর আহত তবু তোমারেই চাই
আমায় ডেকে নিও গো প্লিজ যদি পথ হারাই

আর যাই হোক তোমার শোক যেন না যাই ভুলে
আমায় তোমার যোগ্য করে নাও গো তুলে

ভোরের আলোয় রাতের কালোয় তোমার হব
তোমায় পেতে সর্বশ্রান্ত হবই হব।।