বেলা:
ভূমি তোমায় খুব খুব ভালোবাসি আমি
এই দেখো চলে এলাম, কাছে ডাকো প্রিয়!
ভূমি:
ওই দেখো মা কাঁদছে, বাবা কাঁদছে
দিদি, দিদা, ভাগ্নে কাঁদছে
আমি মরে গেছি বলে
মাকে আমি কোনদিন কাঁদতে দিইনি
মাকে খুব খুব ভালোবাসতাম
আর আজ মা কাঁদছে আমার জন্য
আমি মরে গেছি বলে!
আর তুমি সুইসাইড করলে
সে কি আমার জন্য?
নাকি কাঁটাঝোপে পড়ে কাঁটাখোঁচা খেয়ে
লুক খারাপ হয়েছিল তাই?
অতই যদি সত্যি ভালোবাসা তোমার
তবে সেদিন অমন করে
পুরনো প্রেমিককে কাঁদিয়ে আসতে পারতে
আমার হতে? সত্যি ভালোবাসা!
বেলা:
ভালো বললে প্রিয়
ভালোবাসা নিও
আমি অপরাধী, অপয়া, রজনী
তবুও নরক সমুখে মিথ্যা বলিনি
জানেন অন্তর্জামী
আরো একবার শুধু একবার
বলোনা "প্রেয়সী", বলোনা "সজনী"!
ভূমি:
মরার পরেও কেন এ ছলনা?
দেহ ছাড়া কিছু কি চেনোনা?
বেলা:
তুমি পারলে একথা বলতে ভূমি
কেন ফেটে গেল না পাতালের জমি
একথা শোনার আগে...
ভূমি:
যাকগে ফেটে যাকগে
তুমি কি ভালো বেসেছো আমায়
ছাই বেসেছিলে ছাই!
শ্রেষ্ঠ প্রেমিক হতে চেয়েছিলেম আমি
কত্তো ভালোবাসতাম, চোখে দেখোনি?
বেলা:
দেখিয়াছি প্রিয়ে,
তোমার হিয়ে
আমারে দেখিলেই বিদ্যুৎ খেলে যেতো
আমি চাহিলেই ক্যাবলা আমার চোখ লুকাতো!
তোমার গোলাপ বা লভ্ ইউতে নয়
তোমার চোখে হারিয়েই হয়
আমার ভালোবাসা তোমার প্রতি
ভূমি:
আজও ভেসে উঠে সেই পুরনো স্মৃতি
মনে পড়ে একটা ছাতায়
ঝাউতলার রাস্তায়
বৃষ্টি ভেজা,
তেলেভাজা
তোমার হাতে
শীতের রাতে
একচাদরে পার্কে বসে
বেলা:
বকে দিলেম কষে
দেরি করে আসায়
দিয়ে কেঁদে ভাসাই
বুকে টেনে নিলে তুমি
ভূমি:
আমায় দিলে মিষ্টি চুমি
গল্প করলাম কত্তো
স্বপ্ন মনের মতো
শুয়ে তোমার কোলে
বেলা:
রাগ করলে খাইনি বলে
তুমিও খাওনি, কতো বোকা তুমি
আমি মিথ্যা বলেছিলাম ভূমি!
নিজের পড়া ভুলে
উসখোখুসকো চুলে
রাতে পড়িয়ে পাশ করালে
নিজের হাতে আমায় খাওয়ালে
এমনি কতোকতো কথা মনে পড়ে
ভূমি:
বৈশাখী ঝড়ে
আম কুড়িয়ে এনেছিলাম, মনে আছে?
বেলা:
যদি ডাল ভাঙতো গাছে?
তিনদিন কথা বলিনি অভিমানে
আম কি পাওয়া যেত না দোকানে?
ভূমি:
তুমি খুব ভালো
রাত দিন করে আলো
খুব দ্রুত কেটে যেতো দিন
বেলা:
স্বপ্ন রঙিন...
ভূমি:
তারপর সেদিন
সকাল হল যত্নে তোমার ফোনকলে
এই রেডি হলাম বলে!
তুমি বললে আমায় হেলমেটে
ভালো লাগে না মোটে
তারপর পিকনিক
জলকেলী ঝিকঝিক
ড্রিংকস করে ফিরছি সন্ধ্যায়
খালি খালি রাস্তায়
বেলা:
আমি জড়িয়ে আষ্টেপৃষ্ঠে
আমার বুক তোমার পিঠে
আহা! কি সুখ লাগছিল তখন
স্নায়ুদের বকম বকম ততক্ষণ!
শিহরণ খেলে যাচ্ছিল দেহে...
ভূমি:
সেই সুখে আমিও চালিয়েছি ধেয়ে
একশো পঁচিশ স্পিড তুলিয়া
তোমার কোমল স্পর্শে ভুলিয়া
এইপথ যদি না শেষ হয়
তবে বেশ হয়!
তারপর বাঁক...
বেলা:
সেকথা থাক, স্মৃতি মুছে যাক
তুমি বিজ্ঞের মতো কবিতা লিখতে
আমায় শোনাতে---
"সেক্স অনিবার্য, হবে, হয়, দরকারও
যুগল আরো কাছে এসে এক হবে আরো।
তবুও, সেক্স পোকাতেও করে পশুতেও করে
মশাতেও করে মানুষেও করে
সেক্সটুকু বাদে যাহা করি দু'জনে
একে অপরের সনে, আনমনে প্রতিক্ষণে
সেটাতেই ভালোবাসার পরিমাপ রয়,
অন্যথায় মাকড়সা কি শ্রেষ্ঠ প্রেমিক নয়?"
তোমার দর্শনের ভক্ত ছিলাম আমি
আজও তুমি আমার কাছে সব থেকে দামি...
ভূমি:
বাদ দাও কাব্যিকথা
মা কাঁদে হোথায় বড়ো ব্যথা
শরীর থাকলে বুক ফেটে যেতো এক্ষণে
মার কান্না সইতে পারিনে!
তুমি জাহান্নামী, ভালো বাসোনি মোরে
নরকে নিয়ে এলে ধরে!
বেলা:
ভুল হয়ে গেছে ওইদিনে
ক্ষমা করো প্রিয় এই হীনে
হ্যাঁ আমি খুব নীচ খুব হীন
ক্ষমা মাঙিছে এই অর্বাচীন
সত্যিই আমি জাহান্নামী
তবুও একবার ডেকোনা প্লিজ "সজনী"!
বেলাভূমি বেলাভূমি বেলাভূমি...
ভূমি:
উঠে এসো এই নাও চুমি
হেলমেট কেন দিলেনা সেদিন পরায়ে
পরজন্মেও তোমাকেই চাই জড়ায়ে
বেলাভূমি বেলাভূমি বেলাভূমি...
বেলা:
পরজন্মে দুইহাতে দুই বক্ষ নয়
একহাতে আমার হাত
আর অন্য হাতে হেলমেট তুলে দিতে চাই
খেয়াল রাখাই ভালোবাসা
বুঝিলাম হায়, এতক্ষণে...
ভূমি:
ওই যমরাজ ডাকে চলো
ভয় নেই আমি আছি তোমার সাথে
হাতখানা ধরো সজনী।।