সেদিন পুঞ্জীভূত ক্ষোভের শেষকৃত্য হবে
ভালোবাসার পোড়া ধোঁয়ায়
আশীর্বাদের ভেজা আঁচলে,
বালুময় অন্তরের সেদিন বিদায়...
কাছিমের শক্ত খোলসও সেদিন পুড়ে যাবে।
একফোঁটা জল দেয়নি যে চেরাপুঞ্জি
সেই চেরাপুঞ্জিও সেদিন দু'ফোঁটা ফেলবে
উলঙ্গ ধোঁয়ার জীবন্ত ধড়কন শুনে।
একমাত্র সূর্যটাই ভালোবেসেছিলো
জোছনার আলোটাও তো ছিল সূর্যেরই,
তাই বেহায়া মেঘগুলোকে তাড়িয়ে দেব
অশ্লীল অকথ্য গালি দিয়ে।
সেদিনই বিচ্ছেদ হবে ধোঁয়ার সঙ্গে...
অশিক্ষিত হৃদয়টাকে ঘাড় ধরে বের করে দেব...
শালা, শান্তি চাই এবার।
একমাত্র সূর্যটাই ভালোবেসেছিলো;
জোছনার আলোটাও তো ছিল সূর্যেরই,
শালা, বুঝেও বুঝিনি এদ্দিন।
সবার ভালো হোক
ওম্ শান্তি শান্তি শান্তি।।