গাড়ি বাড়ি নারী দাড়ি
আড়ি আড়ি যাও বাড়ি
সকালের পরি সকল পারি
বাড়াবাড়ি ছাড়াছাড়ি,
তাড়াতাড়ি তাড়িয়ে দাও,
আর পারিনা বাবা!
কাটাকুটি কান্নাকাটি
দৌড়ে বেড়ায় ঘটি বাটি
খুন হয়েছে খুনসুটি
খাটাখাটি সকল মাটি,
ফাটাফাটি ফেটে গেল,
কিসের তরে এত ভাবা?
কে বলেছে ছন্দ মেলাতে
মেলাবোনা যা চলে যা
যা চলে যা চাঁদের দেশে
চুপটি করে নিহারিকার পাশে
চাইবি যখন আশেপাশে
দেখবি আমার ছাই,
অনেক ছায়াপথ ডাকবে তোকে
কাঁদতে বলবে আমার শোকে
বোতল গেলা বোকার মতো
করিসনে হায় হায়.....
ধুমকেতুর লেজের পালক
দেখবি চেনা নুপুর নোলক
আমি তখন অনেক দূরে
ভেজা চোখে একলা দোরে
ডাকব জোরে "ভাই"
হয়তো তুই পাবিনা শুনতে
পারবিনা তারায় তারায় আমায় চিনতে
তখন কালপুরুষের তলোয়াল ছিনিয়ে
বাঁধাসনে ধুন্ধুমার
লক্ষীসোনা ভাইটি আমার.....
মনে মনে চুমু দিব
তোর কপালে ওর কপালে
হয়তো অন্য কারোর কোলে
চোখের ওপর নামা চুলে
হাসি মুখে অতীত ভুলে
ও শান্তিতে দিচ্ছে ঘুম;
মনে মনে আর একবার
এঁকে দেব শেষ চুম।।