ঘরে ঘরে চুল্লি বন্ধ
বেকার সারা রাজ্যে-দেশে
দেশসেবায় এসে এদের
পকেট সেবা হেসে হেসে,
চুনাব এলে এলাকায়
গরিব দরদী গলা
চুনাব এলে শাকচুন্নির
নাটক নাটক খেলা
চোরের মায়ের বড়ো গলা
লম্বা গলা ভূতেরো
হামলা আর হাম্বা হাম্বায়
ভোট লুটে লুটেরো।
ভোট লুটে টাকা লুটে
ইজ্জতও লুটে কেউ কেউ
রাজনীতি তো সবাই করে
দেশের ভালো করে কি কেউ?
চিটিং বাজির ফান্ডা এরা
খুবই ভালো ভাবে জানে
হিন্দু মুসলিমে লড়িয়ে দেয়
এরা গদি-ভগবানকে মানে।
কায়দায় আর বেকায়দায়
বেকাররাই সাপোর্টার
চৌকিদার থেকে চোরের মা
সবাই আজকের নাট্যকার।।