আমি পশুসমাজে সমলিঙ্গ-পিঁরিত দেখিনি
মনুষ্য সমাজে দেখিয়াছি!
আমি পশুসমাজে পুরুষ-বেশ্যা দেখেছি
মনুষ্য সমাজেও দেখিয়াছি!
আমি পোশাক পরা পশু দেখিনি
পোশাক পরিহিত মনুষ্য দেখিয়াছি!
আমি পশুদের নখ,শিং,দাঁত দেখেছি
মনুষ্যকেও গোলাগুলি করতে দেখিয়াছি!
আমি পশুসমাজে একতাহীনতা দেখিনি
স্বার্থপর মনুষ্য দেখিয়াছি!
আমি পশুদের চোখে জল ঝরতে দেখেছি
মনুষ্যকেও ক্রন্দন করিতে দেখিয়াছি!
আমি পশুদের ঘর বানাতে দেখিনি
মনুষ্যকে বৃদ্ধনিবাস বানাতে দেখিয়াছি!
আমি পশুদের গর্জন করতে দেখেছি
মনুষ্যকেও ইতর ভাষা কইতে দেখিয়াছি!