মরুভূমির পশ্চিম বিকেল
শেষ হয়ে আসে ধূলাখেলা
নিকৃষ্ট নির্মম পরিহাসে।
জ্ঞানপাপী ক্যাকটাসের দীর্ঘশ্বাস...
মরুভূমিতে ভগীরথ আসিবে
কিংবা থর হতে বালুঝড় হরিদ্বারে পড়বে...
আর শুধু দুটো মেঘ ঝরে যাবে একা
গলন ভৌত, দহন রাসায়নিক পরিবর্তন মোমের...
তবুও বৃষ্টি ঝরাবেনা অন্য অন্য মেঘেরা
আগের মতোই...
বিশেষত পুকুর আর পদ্মযোনির মেঘ।
আবার সূর্য উঠবে আলো ফুটবে।
কিন্তু―
অনন্ত কি অন্ধকার-অনিশ্চয়তায় হারিয়ে যাবে?
ভালো থেকো সবে।
(আসরে 150 তম)