সে কী কথা পোড়ারমুখী
এ কী বললি তুই
কী বলবো লোকজনদের
কোথায় মুখ লুকুই,
কী করে হল এসব ব্যাপার
বলিসনি আগে কেন
হায়,তোর বাপ শুনলে কী যে হবে
বাপকে তো তুমি চেনো!
ঠিক আছে বলবো আমিই
আসুক বাবা ফিরে
ভুলটা আমার দোষী আমিই
তাইতো তিমিরে।
মা দেখো পেটে মারে লাথি
সোনার চাঁদের নক,
মাগো,ওই বুঝি বাবা এল
দরজা ঠকঠক।
ছেলেটা কে বলতো দিদি
দেখছি শয়তানটারে
কত ধানে কত চাল
টের পাবে হাড়ে হাড়ে
পার্কের বেঞ্চগুলো যেন
বেশ্যাবাড়ির খাট
শুয়োরের নামটা বল একবার
চেনাবো শ্মশান ঘাট!
চুপ কর্ তুই ভাল্লাগে না
ওই দেখ্,তারারা মিটমিটায়।
লোকের মতো মিষ্টি কথায়
শরীর ছুঁতে চাসনে ভাই
তোর গার্লফ্রেন্ড খুব মিষ্টি মেয়ে
কালকেই পরিচয়
জীবনটা তার আমার মতো
যেন করিসনে অপচয়।
বাবা,এই নাও ফল কাটা ছুরি
মেরে ফেলো মোরে,
যদি একবিন্দুও বাসতে ভালো
বাঁচাও পেটেরটারে।
তাঁর কথা জিজ্ঞাসিও না
আসছে মাসে তাঁর বিয়ে
ভালো থাকুক সুখী হোক সে
ঘরসংসার নিয়ে।
চুপ কর্ মা আয় বুকে আয়
কাঁদিসনে আর ওরে
তোর সাথে তাঁর বিয়ে দেবোই
শিব-কালীর কিরে ;
পোশাকের ভেতর প্রেম রয় আজ---
পাঁজরের ভেতর ভুল,
তোর সন্তান বাঁচবে মা
মুখ ঢাকুক সমাজের আঙুল !!