একটা হোলি তোমার গালে
আরটা হোলিয় ঢল
একটা হোলি সিঁদুরে আবির
আরটা ছলছল
একটা হোলি স্বপ্ন দেখে
রোদ্দুরে প্রতিদিন
আরটা হোলির সকল স্বপ্ন
লালে হয়েছে লীন
একটা হোলির মিষ্টি হাসি
কথায় কথায় আড়ি
আরটা হোলি?
তার ছিল সুন্দর একটা মা
সে চামচ দিয়ে বন্দুকের সাথে
পেরে উঠল না ।।
একটা হোলি পিচকিরিতে
রঙ ভরে তাক করা
আরটা হোলির ফিনকি রক্ত
দুধের বোতলে ভরা
একটা হোলি বেলুনে ভরে
পাড়ায় পাড়ায় রঙবাজি
আরটা হোলির বেলুন?
মনুষ্যত্ব বড় পাজি!
একটা হোলির ঘসে ঘসে
রঙ তোলার চেষ্টা বৃথা
আরটা হোলিরও রঙ মুছবে না,
গিরগিটি রঙ বদলাবে
মানুষ, তুমি কি করবে ক্ষমা??