আয় আয় কাছে আয়
বাই বাই দুঃখকে,
শুধু তোকে
পেতে চাই সারাটা সময় জুড়ে
ভাঙা কাঁচ জুড়ে জুড়ে আর চলে না
শুধু তুই ফিরে এলে রাত কালো না।
চল চল ঘুরে আসি
দল দল কান্নাকে,
আয় বুকে
আমি আছি,নাইবা রইল কেউ
তোকে ছাড়া সব মিছে দিন কাটে না
শুধু তোকে পেতে চাই আর কিছু না।
জাগ জাগ উঠে বস
"ভাগ ভাগ" কষ্টকে,
মুখে চোখে
জল নিয়ে চেয়ে দেখ সব ভালো
লড়ার মাঝেই জীবন আছে মরার মাঝে না
সবথেকে ভালো তুই আর কিছু না।।