অনেক দিন ধরেই চাকরির চেষ্টা করছে নবীন।
সেই প্রায় বছর পাঁচেক,
কলেজের পর থেকে।
কাল গার্লফ্রেন্ডকে দেখতে পাত্রপক্ষ এসেছিল!
আজ লেটারবক্সে--
চাকরির শেষ অ্যাপ্লিকেশনটা ফেলে দিয়ে
হতাশ নবীন ঠিক করল
এবার হয় চাকরি নয় সুইসাইড!
এদিকে গার্লফ্রেন্ড ফোন করেই যাচ্ছে
কিন্তু ফোন ধরছে না নবীন।
সে কাল রাত থেকে খুব খুব ভেঙে পড়েছে!
কিছু পরে হোয়াটস্যাপ খুলে
ইনবক্সে গার্লফ্রেন্ডের ন্যাড়া মাথা ছবি দেখে
সে আশ্চর্য হয়ে গেল।
গার্লফ্রেন্ড লিখেছে,
"নবীন আমি তোমার পাশে আছি"!