নীতি বা রঙ কোনোটাই মূখ্য নয় আজ
আমরা মূর্খ আর ওরা ধড়িবাজ
ধড়িবাজের নীতি বা রঙে কী যাই আসে
সাতরঙা রামধনু বিকিয়ে গেছে।
সোনেকা চিড়িয়ার পালক ছিঁড়ে
স্বর্ণলঙ্কা গড়ে অনেক অনেক রাবণ
পোস্টারে পোস্টারে জোড়হাত হাসি
হাসিমুখে ভাষণে বিষাক্ত ইন্ধন।
হাততালি পড়ে, লাশও পড়ে
নিউজপেপার পড়ে লোকজন
তাসের আশাঘর ভেঙে পড়ে
পুড়ে না তবুও কোনো লঙ্কার ধন।
ইন্টারনেটটা আজকে বাঁদর
বড়ো হলে ঠিক হনুমান হবে
সেদিন করবে ল্যাজে গোবরে
আগুন ধরালেই লঙ্কা যাবে।।