ন্যাকা কান্না আর মিয়ানো গীত তোমাতে পায়না শোভা...
পুরুষ মানে যার বুকের ভেতর আগুন জ্বলবে দাউদাউ
এ আগুন হিংসার নয়,এ আগুন ঈর্ষার নয়,এ আগুন নয় কামের
এ আগুন অন্ধকারে চলার আলো
এ আগুন ঘাম ঝরানোর উত্তাপ
এ আগুন যা মুছে ফেলে হাজার বছরের অভিশাপ।
পুরুষ মানে যে জ্ঞানের আগুনে মনকে জানে দগ্ধ করতে
শরীরটাকে যে কর্মের আগুনে করতে পারে ছাই
যার চিতার আগুনের জন্য কেবল পড়ে থাকে ছিঁবড়েটা
পুরুষ মানে যে অফুরন্ত, যার কোনো শেষ নাই।
পুরুষ মানে যার মনের মধ্যে উৎসাহ অদম্য
পুরুষ মানে যে নিরাশায় দেখে আশা
পুরুষ মানে যে ছাইভস্ম হতে জন্মায় বারবার
পুরুষ মানে কালপুরুষ,পুরুষ মানে লড়তে ভালবাসা।
পুরুষ মানে সহ্য করতে পারা বিষাক্ত ছোবল
পুরুষ মানে যার ধমনী শিরায় সদা বহমান তেজ
পুরুষ মানে উন্নত বুক,চিবুক ওপরে তোলা
পুরুষ ঝিমিয়ে পড়া নয়,পুরুষ মানে সতেজ।
পুরুষ মানুষ ঝুঁকির প্রিয় বন্ধু
পুরুষ মানে যে ঝড়কে স্বাগত জানায় বুক পেতে
পুরুষ মানে যে প্রতিবাদী রক্তাক্ত,রক্তবীজের রক্ত
পুরুষ মানে হাসিমুখে যে ঝলসে পারে যেতে।
পুরুষ মানে সম্মান করতে জানা
পুরুষ মানে যে করতে পারে ক্ষমা
পুরুষ মানে গর্জনবিলাসী নয়
পুরুষ মানে পিতার চেয়ে বেশি মা।
পুরুষ মানে পেশী নয়---
পৌরুষ নয় দাড়িগোঁফ,
দেবীদের যারা ধর্ষণ করে তারা পুরুষ নয়,
সে পুরুষ নয় যে বেশ্যা বলে ডাকে মাকে
পৌরুষ নয় ফুরিয়ে যাওয়া পুংকেশরের ডাকে!!