আমার প্রথম ভালোবাসা ঈশ্বর
আমার দ্বিতীয় ভালোবাসা আমার মা
আমার তৃতীয় ভালোবাসা আমার বাবা
আমার চতুর্থ ভালোবাসা ভারত
আমার পঞ্চম ভালোবাসা ক্রিকেট
আর তুমি?
তুমি আমার আত্মা
তোমার জন্যই তো আমি বাঁচছি
তোমার জন্যই ভালোবাসতে পারছি
তুমি শুধু আমার ভালোবাসাই নও
তুমি আমার সবকিছু
আমরা দুজন দুই শরীরে এক আত্মা।
আমার আর একটা বাবা-মা আছে
লোকে যাদের তোমার বাবা-মা বলে,
এই চার ও তোমাকে সম্মান করি আমি,
আমিই তুমি, তুমিই আমি
আমি তোমাকে ভালোবাসি প্রেমা।।