এবার সতীত্ব দিয়ে আমারে তুমি ভস্ম করো প্রিয়া
গহন বনের তীব্র তুফান কোমল বুকে হোক দাবানল,
আগুন জ্বলা কাতর প্রাণে অনুভব এনে শীতল করো
আদুরে হাতে জ্বালা চিতায় বাষ্পীভূত হোক দূর্বলতা,
আবদারের ওই শেষ ঠিকানায় বদ্ধ করে বাহুপাশে
সুখের জাহান্নামের জাহাজ আসুক তখন তোমার ডাকে!
অনেক দিনের ইচ্ছাগুলো পরীর দেশে ডানা মেলুক
শীতঘুম শেষে লাজুক হেসে খোলস ছেড়ে তুলুক ফণা,
গন্ধ মাখা শুভ্র প্রভাত নোনা চামড়ায় শেষ হতে চায়
উথলে ওঠা ভোগবাসনায় রূপের লোভে আকর্ষনে,
মিথ্যা উত্তরীয় যখন গোপনে গোপনে আবেগ মাখে
সুখ-দুঃখের দোলনাতে বসে তখন সাথে দুলতে দিও!
কাছে এসো আরো কাছে সেই তিমিরে সেই গভীরে
যে গভীরে ভ্রষ্ট যোগী নষ্ট মেয়ের গল্প করে,
আদিম কালের কোলবালিশে চশমা পরাও এবার প্রিয়া
নেতি নেতির অক্ষমতায় ইতি ইতিয় সাজিয়ো হিয়া,
প্রিয়ে,তোমার সতীত্ব দিয়ে বারেবারে আমায় ভস্ম করো
ভালোবাসায় আমায় মেরে ভালোবাসার যোগ্য করো।।