পারবো না প্রেমা হৃদয় দিতে তোমাকে
হৃদয়ের মাঝখানে দিতে চাই ঠাঁই
আমার হৃদয়ের মাঝখানে রবে তুমি সদা
হৃদয়খানি দেব আমি মায়ের চরণতলে....

আমার বাগানের সবকটা লাল গোলাপ
তোমাকে একটাও দেবোনা, তোমাকে আড়ি,
তুলে দেব আমি মায়ের হাতে
মা সেগুলো দিয়ে সাজিয়ে দেবে তোমার খোঁপা...

জন্মের পর ভগবানের দেওয়া শ্রেষ্ঠ উপহার তুমি
আর জন্মের আগের সেরা সওগাত আমার মা।।