তুমি চাইলে সিগারেটে আর দেবোনা সুখটান
তুমি চাইলে রাতের আড্ডা হইবে খানখান
তুমি চাইলে জন্মের মতো বন্ধ হবে মদ্য
তুমি চাইলে করতে পারো আমায় একটু ভদ্র।
তুমি চাইলে মডার্ন কৃষ্ণ তুলে নেবে গিটার
তুমি চাইলে সোহাগ ভরে পরাবো গলায় হার
তুমি চাইলে রাত্রিগুলো করতে পারো চুরি
তুমি চাইলে ব্যস্ত রাস্তায় দেখাবো বাহাদুরি।
তুমি চাইলে একসাথে রোজ ভিজিব শাওয়ারে
তুমি চাইলে গুনগুনাবো কিংবা হা রে রে রে
তুমি চাইলে হাতে হাত সিনেমা মার্কেটিং
তুমি চাইলে চোখেতে চুমু সঙ্গে গুড মর্ণিং।
তুমি চাইলে খুনসুটি হবে,রাত দিন সময় হবে না
তুমি চাইলে হোটেল বন্ধ,তোমার হাতের খানা
তুমি চাইলে রামধনুটা এক মস্ত আদর হবে
তুমি চাইবে কবে,ওই,বলোনা চাইবে কবে?
আমারে তুই ভুলে যেতে পারিস বাছাধন
পালিয়ে বিয়ে করবি এই যখন তোর পণ
মা-বাপের ভালোবাসা যে ছেলে যায় ভুলে
বিশ্বাস হয়না আজীবন বউকে সাজাবে সে ফুলে!
নিজের জামা কেনার সময় বাপেরও একটা কিনিস
প্রেয়সীকে গিফ্ট দেওয়ার পর মার জন্যও নিস।।