আর প্রেম করার জন্য কেউ প্রেমে পড়ে না,
কেউ প্রেম করে যৌনতার জন্য,
কারোর কাছে প্রেম টাইম পাস,
আবার কেউবা বিয়ে করে অধিকার করার জন্য প্রেম করে!
প্রেম করার জন্য প্রেম করে ক'জন?
যেখানে ধান্দা থাকে সেখানে কি ভালোবাসা থাকে?
সন্তান মায়ের ভালোবাসা দেখো
ভালোবাসা,কারণ সেখানে ধান্দা নেই।
পোষা কুকুরটার সাথে ভালোবাসা কেন?
কারণ সেখানে ধান্দা নেই।
হয়তো ভাবছেন, আরে দাদা ওইসব ভাঁড়বকা ছাড়ুন,
সেক্সই যদি না হল তবে প্রেম-ভালোবাসা কেন?
সত্যিই তো, হ্যাঁ সেক্স দরকার।
কিন্তু প্রশ্নটা এখানেই, সেক্সের জন্য ভালোবাসো?
নাকি ভালোবাসো, ভালোবাসার মধ্যে আদর?
কোন বেশ্যা কোনকালে সুখী হয়েছে?
সেক্স তো উত্তেজনা মাত্র, সুখ তো ভালোবাসায়।
সেক্স বড়োজোর মজা দেয় আর ভালোবাসা দেয় তৃপ্তি।
যে শরীর চায় সেই ভালোবাসা চায়
আর যে ভালোবাসে শরীর তো জড়িয়ে ধরে তাকেই!
ভালোবাসা কি চাওয়ার জিনিস?
ভালোবাসা কি ভিক্ষা?
আমরা ভালোবাসা পাইনা বলে যা দুঃখ পাই
ভালোবাসিনা বলে দুঃখ পাই তার বেশি,
দুঃখটা আরও বেশি হয় যদি সেক্সটাকেই ভালোবাসা ভাবি,
যৌনতা যদি ভালোবাসা হতো---
তবে সবাই ধর্ষিতা হতে চাইতো!
দু'দিন বাদে ব্রেকআপ, নতুন প্রেম নতুন ব্রেকআপ,
তার মাঝে সেক্স,---
তবে প্রেমটা কি বিনে পয়সার বেশ্যাবৃত্তি?
সেক্স কেন্দ্রীক ভালোবাসা,নাকি ভালোবাসা কেন্দ্রীক সেক্স?
আরে দাদা প্রেম তো সবার সাথেই করা যায়,
বিয়ে কি করা যায় যাকে তাকে?