ডুবে যেতে দাও ডুবুরি সমুদ্রকে
তোমার ভেতর হলুদ সুরে প্রবালপুরে,
বীণাপানির কন্ঠহারের মুক্তো তুমি
হে অনাবিল চন্দ্রমাহাসি!
প্রস্ফুটিতার প্রাঙ্গণে শ্রীবাঁশরি জাগলো ওই
আটকিওনা অন্তরের নৈসর্গিক আলাপন
উড়তে চাইলে উড়তে দিও যতখানিতে ঋদ্ধ পাখা...
ব্যাকুলতায় বিলিয়ে দিয়ে সুরসিক্ত সঞ্চয়...
হারিয়ে যেও হে পদ্মনিলয়া অমৃতময় অনন্ততে
প্রতি প্রাতে প্রতি প্রাতে প্রতি প্রাতে।।