ভালোবাসার ভাগশেষ বের করেছো...
তুমি অঙ্ক জানো, ভালোবাসা জানোনি।
আজকাল তো সবাই কলম্বাস,
কই ভাস্কো-ডা-গামা দেখিনাতো?
ঝলসানো পরিচয় তবে ঝলমলে হতো,
যদি ভুল করেও কখনও আমায় চিনতে!
কিছু গল্প ছায়াপথে তোলা থাক,
শুনলে হবেই অবাক!
নির্বাক রক্তহীন আমি আজ―
মার্বেল আছে নেই মমতাজ!
পরের জন্মে অভিনয়টা শিখব
এই জন্মে ভালোবাসাটা শিখেছি!
পরের জন্মে রাজপুত্র হব
এই জন্মে কৃষকপুত্রই ঠিক আছি।
আমায় ছুঁড়ে দিয়েছিলে আস্তাকুঁড়ে
এই আস্তাকুঁড়েই পচে সার হব,
গজাবে অনেক গাছ অনেক লোকের
আমি অনেক কিচিরমিচির হব।