কিছু জিনিস পর্দার পেছনেই ভালো লাগে,
এই যেমন আকাশটা--
ধূলিকণার পিছনে তাই রঙিন-নীল
ধূলিকণাহীন আকাশের জৌলুস ধূলিসাৎ নিমেষেই
সিধা নিকষ কালো।
এই যেমন টেম্পার্ড গ্লাসের পেছনে ফোনের স্ক্রিন
নইলে দাগী দাগ পড়ে যায়।
এই যেমন পোশাকের ভেতরে দেহ, কিংবা
হঠাৎ বাবা এসে পড়লে সিগারেট নেভানো ইত্যাদি।
সেক্সস্টোরিগুলোকে লভস্টোরি দেখানো সস্তা!
সত্যিই, ভদ্রতার পর্দার দাম অনেক বেড়েছে আজ,
আরও টাকার দরকার!
যৌনতাকে নিয়ে বাণিজ্য চালায় সাহিত্যিক থেকে
সিনেমার ডিরেক্টর-প্রডিউসাররা,
তবুও কেন বেশ্যাদেরই লোক কেবল বেশ্যা বলে??