আবেগী কথার উদাসী ছোঁয়ায়
নরম খাসা সঙ্গোপনে
প্রজাপতির পলক আনমনে
লোমশ তৃষ্ণার আস্তানায়
কচি কচি আকর্ষণে
আজকাল মর্ম হারিয়েছে ফুলসজ্জা!
ঢংয়ের ধোঁয়াশার শুরু,
মধুর লোভে উড়ু উড়ু
সুলভ কৌশলে আকাঙ্খিত কুয়াশা
যৌনাঙ্গ নামক হৃদয়ের ভালোবাসা,
আর ক্যালেন্ডার পুঁতে ফেলা।
এরা একে অপরের মাছের পটকা।।