আজ তুমি ক্ষতবিক্ষত মিরজাফর প্রেমিকায়
তোমার প্রিয় বাগিচায়...
লাল সূর্য যেন তোমার আহত হৃদয়
প্রিয় ছবিগুলো যেন বৈশাখী ভয়― নির্দয়
স্নায়ুতে স্নায়ুতে বজ্রাঘাত...
ভালোবাসা যেন সাইটিকা বাত...
কুন্ডলীকৃত ধ্রুম্রজালে বিশ্বাসের অপমৃত্যু কালে
রূদ্ধ ফুসফুস বলে শ্বাস নাও হে নাসিকা!
একঘটি কেঁদেছো তুমি হে অমৃত...
কান্না ভালো, যে কাঁদতে ভুলে যায় সে মৃত!
মিথ্যা হাসির আড়ালে তুমি কান্নাকে ঢেকো না প্রিয়
কাঁদো কাঁদো আরও কাঁদো
কান্নার ঢল গড়িয়ে পড়ুক হৃৎপিন্ড ফেঁড়ে
গড়াতে গড়াতে সেই ঢল মিশুক বস্তির ব্যাথাতে
মিশে যাক অভুক্ত শিশুদের পাতে
ভরে যাক বৃদ্ধাশ্রমবাসীর হাতে
প্রলেপ হোক নির্যাতিতার ক্ষতে...
কথা দাও তুমি কান্নার যত্ন নেবে প্রতিদিন।
একদিন ঠিক দেখবে হৃদয়ের অপমৃত্যু ঘটেনি
হৃদয় ক্ষুদ্রতা খোলস ছেড়েছিল মাত্র,
সেদিন বুঝবে কাঁথা থেকে কেরিয়ারে
কন্ডোম থেকে ক্যারেক্টারে, কান্না থেকে কান্ট্রিতে
মনোযোগ সরানোর নামই বেঁচে থাকা!
যেদিন বুঝবে তোমার জীবনের লক্ষ্য কান্না ছিল না
সেদিন তুমি অঝোরে কাঁদবে,
সেদিন বোধিলাভ হলনা বলে কাঁদবে,
সেদিনই বাঁচবে, হে অমৃত ওঠো জাগো।।