তোমাকে যদি স্বর্গ আর নরকের মধ্যে
যেকোনো একটা জায়গা বাছতে হয়
তো কোথায় যাবে?
তোমাকে যদি স্বর্গ আর ঘরের মধ্যে
যেকোনো একটা জায়গা বাছতে হয়
তো কোথায় থাকবে?
এবার ঘরে বসে রসালো সিনেমা দেখা বনাম
মায়ের সঙ্গে গল্প করার মধ্যে
একটা জিনিস বাছতে হয়,
যদি এমন শর্ত হয়--
অন্য জিনিসটা তুমি কখনও করতে পারবে না,
তবে কোনটা বাছবে??