বিন্দু বিন্দু রাত
তোমার হাত
খুঁজে চলি অকারণ,
নেই বারণ দুঃখ পেতে.....
টিপ টিপ সন্ধ্যা
আনমনা রজনীগন্ধা
বসে আছে চেয়ে দেখো,
ভালো থেকো থেকো খুশিতে.....
মিষ্টি মিষ্টি পক্ষীরাজ
কী দারুণ সাজ
সেজে ওঠে রাজপুরী,
ডিমভাজা খিঁচুড়ি আজ সব কিছু ছাই.....
ভেজা ভেজা চাঁদ
মনখারাপের ফাঁদ
সাথে জোনাকির হাতছানি,
পরীদের রাণী বাঁচতে বলে যায়.....