তখন সময় নিদ্রামগ্ন অবাধ্যতার ঢেউ
তখন তুমি মদের বোতল,
চায়ের কাপ কি কেউ?
উদ্দাম যম মেঘ ভাঙচুর
চোখ নামায় বৃষ্টি
সাপে ছুঁলে একজন
ফণীতে অনাসৃষ্টি!
কোথায় ওগো ফণীভূষণ নটরাজ গুরুদেব?
গড়ুর তোমার কোথায় ওগো মহান বিষ্ণুদেব?
বেঁহুশ কেন মা বেহুলা? বেহাল যে অবস্থা!
একটা ঝড়েই খোয়া গেছে সারা বছরের নাস্তা।
ঘর দিয়েছে মাথায় হাত,
বুকের দেওয়াল ফাটা
ঝড়ের চোটে ভেঙেছে অনেক স্বপ্নঘড়ির কাঁটা।
সুখের শিকড় উপড়ে গেছে
বেহায়া নাচের কোপে
তবুও শ্রীহরিকোটা ছিল তাই--
যেতে হয়নি ঝোপে!
এবার ফণী নামাও ফণা
শান্ত হও এখুনি
অনেক হল লন্ডভন্ড অনেক কাঁদুনি
বন্ধ হও, বন্ধ হও এই এক-দুই-তিন গুনি।
কোথায় তুমি ফণীভূষণ, ভক্তদের চোখের মণি??