রান আউট দিয়ে কেরিয়ার শুরু
রান আউট দিয়েই শেষ
তবুও রান নেওয়াতে তোমার জুড়ি মেলা ভার
তুমি ক্রিজে মানে আশা আছে জানে পুরো দেশ।
ঠান্ডা মাথা, শক্ত পেশি
তুমি হেলিকপ্টারের পাইলট
উইকেট কিপিংয়ের নতুন সংজ্ঞা
গ‍্যলারির হইচই যানজট।
টিকিট কালেক্টর থেকে ট্রফি কালেক্টর
দেশকে করলে গর্বিত
তোমাকে দেখে দল শান্ত
চাপের মুখে হাসি পরিচিত।
কপিবুক শট চুলোয় যাক
তবুও তুমি দশহাজারি
ধন‍্যি তোমার মৌলিকতায়
সাবাস তোমায় চুল-বাহারি!
বুদ্ধি তোমার বিশাল তেজ
অপারাজিত তোমার পরামর্শ
পার্সোনালিটি তোমার উঁচু দরের
গেম বদলে হয়েছো উৎকর্ষ।
বাড়ির কুকুর বোঝেনা হারজিত
তুমিই আসল কর্মযোগী ধোনি;
স্ত্রীর আগে মা-বাবার স্থান,
কিন্তু দেশের আগে মা, বাবাকে রাখনি।
খেলোয়াড় হিসেবে শ্রেষ্ঠ তবুও
চেয়েছো মানুষ হিসেবেই লোক রাখুক মনে,
যুবসমাজের প্রাণ প্রেরণা তুমি
প্রণাম জানাই বীর তোমার উদ‍্যমে।

কখন ছাড়তে হয়, তা ভালোই জানো
অন‍্যদের যায়নি একথা শেখানো‌।।