চাহনির আনাগোনা সোনামোনা সোনামোনা
আনমনা স্বপ্নেও কিরণ বোনা আমার অভ্যেস
কুঁড়িদের খিলখিল মর্ণিং ওয়াকে বেরোলে চিল
প্রিয় বাহুডোর খুঁজে নিক আদরের চেনা দেশ!
নম্র চা আলতা পা
সাজতে চায় তোমার খোঁপা
মেয়ে হলে কী নাম রাখবি?
বল্ বল্ পাগলী খেপা!
এক গাড়িতে অফিস যাব,
তোকে নামিয়ে আমি যাব
ফেরার সময় ভুল করব
কিনব না ফুলকপিটা
তখন তুমি সারা পাড়া তুললে মাথায়
জল ঢালব তোমার মাথায়
ভিজে একসা কাপড় জামা
রাঁধতে হয় না, আমি খাব না খাব না খাব না!
গলা জড়িয়ে বলবে তুমি― চুমু খাবে?