( আসরবরেণ্য শ্রদ্ধেয় কবি প্রিয় শ্রী সঞ্জয় কর্মকারের আসরে প্রকাশিত গতকালের কবিতা "কুঞ্জবনে"-র মন্তব্যে এই কবিটাটি লিখেছিলাম। )
কুঞ্জবনে...
জান্নাতের ওই আলোক সাজে...
এসো সবে, কে কোথায় কোন কাজে?
এ শুভক্ষণে আলিঙ্গনে আনন্দ আঙিনায়
মাঝির হাতে বৈঠা, ওরে ভয় নাই ভয় নাই...
দূর সুদূরের ডাক এনেছে মেঘপিওনের ঝোলা
আয়রে পাগল আয়রে খেপা আয়রে খেয়াল খোলা,
আয়রে আমার চন্দ্র সূর্য আয়রে মৃত্তিকা
আয়রে বরুণ আয়রে করুন আয়রে মরিচিকা,
গগন তুমি কোথায় মগন, কোথায় সপ্তসিন্ধু
কোথায় তোমরা অ-আ-ক-খ, কোথায় চন্দ্রবিন্দু?
এসো এসো বিজ্ঞান, এসো হে রাহুকেতু
এসো হে ধ্রুবতারা, এসো এসো ধূমকেতু,
এসো বাঁকা, এসো সোজা, ধনী, দরিদ্র
এসো অসৎ, এসো সৎ, তুমিও এসো ছিদ্র,
এসো ঢেকুর এসো হেঁচকি এসো এসো কাশি
এসো বেসুর, এসো সুরাসুর, এসো গিটার, বাঁশি,
সবাই এসো আজিকার এই আনন্দমেলায়
আজকে ছুটি, বন্ধ নাটক, একসাথে হাসি আয়।।