কারোর কাছে নরক আমি
কারোর কাছে স্বর্গ
আমার কাছে আমি আমার মায়ের পূজার গোপাল!
আমি ভালো, আমি খারাপ, আমি প্রেমের পরিমাপ
আমি সম্পর্কের উষ্ণতা, আমি দ্বন্দ্বের উত্তাপ
আমি বর, আমি বর্বর, আমি বর্বাদ
মায়ের কাছে আমি তাহার শিবের আশীর্বাদ!
আমি লক্ষ্মীপেঁচার ঘড়ি
আমি তরী, আমি তৈরি, আমি তোরই
ধুত্তেরি! আড়ি! আড়ি! আড়ি!
তুমি সুশ্রী, হে তন্বী তন্ময় হয়ে তোমাকে দেখি
তন্দ্রা মাঝেও তোমাকে দেখি
আহা! এমন করে চেয়োনা আমার পাণে!
আমার হৃদয় বন্দি হয়েছে তোমার চোখের বাণে,
তুমি বুদ্ধিমতী, তুমি সাবিত্রী সতী
তুমি বিদ্যাবালানের চেয়েও রূপবতী
তুমি আধুনিকা, তুমি সোনা-হিরে-পান্না-মতি
তুমি পূর্ণচন্দ্রের কিরণ
তুমি আমার সোনার হিরণ
তুমি সবুজ সতেজ প্রাণে হাসি
তুমি বৃষ্টি, তুমি ঝরণা ঝরা খুশি
ভালোবাসি তোমায়, শুধু তোমায় ভালোবাসি...
আর একটু হলুদ হবো
তোমার গায়ে হলুদের হলুদে রেঙে!
অনুরাগের পরাগ সিঁদুর মিষ্টি সিঁথিয় পরিয়ে দিয়ে।
ওঁ প্রজাপতয়ে নমঃ!!