আমি আশ্চর্য হয়ে যাই
কেন মহাধমনীতে বহমান তোর অশ্রু?
আমার পাণে আকাশটা চায় উদভ্রান্তের মতো
উচাটন ঝড় আদিখ্যেতার মেঘ উড়িয়ে দেয় তখন
নদীর দুইপারেই রয়ে যায় ধস নামা হাহাকার, আর--
মায়াবী আলোয় গাঙচিল চোখ মারে চাতককে!
নিঃশব্দে রাত নেমে আসে স্মৃতির কোলে শুয়ে।
আলো-হাওয়া-রাত প্রকৃতি জুড়ে কতো খুশি
শুধু গুমরে থাকা বুকটা গুমোট করে রাখে মনখানা,
জোনাকির নেশায় মজিতে হয় তখন।
কখনও কখনও ক্রুদ্ধ হয়ে রুদ্ধ হয়ে যায় শ্বাস--
প্রশ্বাস প্রশ্নের প্রশিক্ষক হলে!
"চালাকির দ্বারা মহৎ কাজ হয় না",
সত্যের ক্ষমা আছে, মিথ্যার ক্ষমা নেই।
হিজিবিজি খেলা কার না ভালো লাগে?
গোলকধাঁধা কিন্তু অন্য জিনিস।।