আধুনিক হওয়া মানে
আধুনিক গাধা হওয়া নয়,
বরং আধুনিক মানুষ হওয়া!
আন্ডারওয়্যারে নয় আন্ডারস্ট্যান্ডিংয়ে
আধুনিকতাকে খোঁজো!
নতুন এক্স পার্টনার তৈরিতে নয়
নতুন এক্সপার্ট হওয়াতেই আধুনিকতা!
আধুনিকতা বাইকে সেঁটে বসায় নয়
ইহা মাইন্ডসেটের বাসায় বাস করে!
যতক্ষণ নেট মানে জাল নয়
ততক্ষণই তুমি আধুনিক!
হটপ্যান্ট একটা পোশাকের নাম,
ইহা আধুনিকতার প্রতীক নয়;
যদি তাই হতো তবে--
আদিম মানুষ ছিল বেশি আধুনিক!
মেয়ে ভাঁটানো বা ছেলে ভাঁটানো যদি
আধুনিকতা হয়, তবে বলতে হয়
মানুষের চেয়ে ভাদ্রমাসের কুকুর
বেশি আধুনিক!
যদি মদ, গাঁজা বা সিগারেট খেলে
আধুনিক হওয়া যেত
তবে যারা ফুসফুসের ক্যানসারে কিংবা
লিভার বা কিডনি বিকলের রোগে ভুগছে
তারাই সবচেয়ে বেশি আধুনিক!
শরীরচর্চা না করাটাই যদি আধুনিকতা
তবে তবে যারা খেলোয়াড় বা অভিনেতা
তারা কেউই আধুনিক নয়!
আধুনিকতা মেকআপের চেয়ে
পুশআপে বেশি থাকে!
আধুনিকতা অলসতায় নয়,
না লস করাতেই আধুনিকতা!
কুল ডুড হওয়াতে আধুনিকতা নেই
চাপের মুখে কুল থাকাই আধুনিকতা!
"সেক্সি" কমেন্ট শুনাতে নয়
"শিখছি" বলাতে আধুনিকতা থাকে!
অন্যের কালচার দেখে নিজেরটাকে উন্নত
করাই আধুনিকতা, নিজেরটাকে বাতিল
করাকে "না ঘরকা না ঘাটকা" বলে!
কেরিয়ারের কবর খোঁড়াতে নয়
কেরিয়ারের খবর খোঁজাতে আধুনিকতা!
বৃদ্ধাশ্রম নয়
বৃদ্ধি পাওয়া আশা ও শ্রমেই আধুনিকতা!
দিনভর চ্যাটিংয়ে আধুনিক হওয়া হয়না
বরং চোখ খারাপ হয়!
যাচ্ছাতাই বলাটা যদি আধুনিকতা হয়
তবে অসভ্যতামি কাকে বলে?
সেলফিসে নয়, সেলফিতে আধুনিকতা!
রামচন্দ্র হতে না চাও নাই হলে,
রামছাগল হবে কেন??