কলিযুগ কলিযুগ বলে চেঁচিও না আর
ওসব হেরো লোকের চিৎকার!
কলজেতে দম থাকলে
কলিকে করো ফুলের কলি
করো পাখির কাকলি
কলিকে কমল করে দিও ভগবানের অঞ্জলি।
পারবে না?
পারতে হয় না!
নিজেকে আরো ভালো ও শক্তিশালী করো
ওটুকুই করো― ওটাই ব্রহ্মলোকের কলিংবেল!
ষাঁড়ের গলায় কলি কলি চিৎকার এবার ছাড়ো।
যুগ কলি হোক
তুমি কি সত্যযুগে বাসের যোগ্য?
হলে জয় কালী কালী বলে সমুদ্রে ঝাঁপাও―
ছিঁড়ে ফেল ঢেউয়ের টুঁটি।।