ডাক্তার কবিতা পড়েন না!
না হলে কি পারতেন বিবেক বেচতে?

ইঞ্জিনিয়ার কবিতা পড়েন না!
না হলে কি পারতেন নড়বড়ে ব্রিজ বানাতে?

পুলিশ কবিতা পড়েন না!
না হলে কি পারতেন এমন ঘুস নিতে?

শিক্ষক কবিতা পড়েন না!
না হলে কি পারতেন খারাপ হতে?

নেতা কবিতা পড়েন না!
না হলে কি পারতেন ভ্রষ্টাচারে মাততে?

কবিও কবিতা পড়েন না!
না হলে কি শুধুই মনভোলানো কাব্য লিখতেন?

কালাম-বিবেকানন্দরাই শুধু কবিতা পড়েন---
যুগে যুগে, দেশে দেশে, স্বপ্নে-কাজে !!