শুকনো গলা চুপ করে থাকবো
আমার নিস্তব্ধতাও চুপ করে থাকবে
আমার গবাদি হৃদয় বোবা দুপরে ঠোঁট হবে
কোন এক হিজিবিজি চমকিত সোহাগী মেঘে!
সিগারেটের সৌখিন ধোঁয়ায় জানালা কাশবে
গল্পই গল্পের শেষ কথা নয়
আজ গল্পের বাস্তব আর বাস্তবের গল্প থাক
একফোঁটা ইচ্ছের আদর হয়ে যাক!
ঢেঁকুর তুমি কেমন আছো?