সেই মেয়েটা হাসতে হাসতে গেল
সেই মেয়েটা সোনার চেয়েও দামি
সেই মেয়েটা হোক না আগোছালো
সেই মেয়েটাকে ভালোবাসি আমি
সেই মেয়েটির দুই চোখেতে খুশি
সেই মেয়েটি সবারে ভালোবাসে
সেই মেয়েটা দেখতে যেমনই হল
সেই মেয়েটা আমার হৃদয়ে আছে
সেই মেয়েটি অল্পেতেই খুব খুশি
সেই মেয়েটি যুদ্ধ ভালোবাসে
সেই মেয়েটা একটু অন্যরকম
আনন্দ বিলোয় প্রশ্বাসে নিশ্বাসে
সেই মেয়েটা যেমন তেমন হলেও
সেই মেয়েটা কাঁদেনা মিথ্যা মোটে
সংগ্রামই সৌন্দর্য সেই শিখালো মোরে
হারিয়ে গেছি তার হাসি মুখ দুই ঠোঁটে।।