তোমার চাঁদের অমাবস্যা আর নেই
আজ আমার চাঁদ চন্দ্রযানে,
তোমার এখন খুশির ভরাকোটাল
আমিও ভরাডুবি ভুলে মহাগগনে।
আমার মধ্যে নেই আকর্ষক ক্ষমতা কোনো,
আন্তরিকতা আছে অনন্ত।
আমি বর্ষা হব, ফসল ফলাবো
তুমি খুঁজে নিয়েছো অন্য কোথাও বসন্ত।
হিরোশিমা, নাগাসাকি যখন হয়েই গেছে
তখন উন্নতি করব জাপানের মতোই
তুমি জাপানি তেলেই ব্যস্ত থাকো
আমি মলম হব মোর দেশের ক্ষতয়।
ব্রহ্মাণ্ডের সবচেয়ে মূল্যবান কী জানো?
সবাই নিজে নিজের যখের ধন,
আপন মূল্য বুঝতে শেখো
শরীরের বাইরে এসো, হে আপন!
তোমার কাছে জোয়ার ভাটাই সব
আমার কাছে গুরুত্বপূর্ণ পৃথিবীটাই
"যত মত তত পথ", ভালো থেকো তুমি
বাঁচো আত্মবিকাশ আর প্রফুল্লতায়।।