বৌমাষষ্ঠী আর জামাইভাত ?
দাদা, এটা নারীবাদের যুগ!
সিগারেটের আগুনে হটপ্যান্টে ফুটো?
নো কমেন্ট, এটুকুই তো অর্জন, হোক গর্জন!
বরকে নাখানিচোবাবি ও ধোঁকা?
হ্যাঁ দাদা, এটাই এযুগের নারীবাদ!
শ্বশুরকে গালাগালি আর শাশুড়ি বৃদ্ধাশ্রমে?
কিছু করার নেই, এটাই এযুগের নারীবাদ!
ভুল কামরায় উঠেছে পুরুষ?
দে ফেলেদে, পুরুষ পেটা, আরো পেটা!
বাপের নাকে ইঁট ঘসেদে
শ্বশুরের মুখে ঝামা
নইলে কিসের নারী তুই,
নইলে তো কলঙ্কনামা?
এসব কর তবেই নারী, বুঝলি?
আইন-আবেগের ফায়দা লুট
জোরসে চেঁচা, পুরুষ পেটা!
লুকিয়ে লুকিয়ে ন্যাংটো ছবি খোঁজা
কিছু পুরুষ নারীবাদী এবার জেগে উঠল
ফেসবুকে; পুরুষে পুরুষে গালিগালাজ
নাটক জমে উঠেছে!
মাঝখানে একজন অন্য পুরুষ বললেন---
"আরে রে রে, তোর বউ বা মেয়ে
এসব যদি করে তুই মেনে নিবি তো?"
তখন নারীবাদী পুরুষ বললেন---
বলার আগে বেশ কয়েকটা গালি দিলেন,
দিয়ে বললেন---
"পার্সোনাল অ্যাটাক করবি না
মেরে মুখ ফাটিয়ে দেব!"
নাটকের যবনিকাপাত!
"কোনো বর ব্রত করতে বলেনা
তোমার ইচ্ছে হলে করতে পারো
বরও তোমার, ব্রতও তোমার!
যার জন্য ব্রত রাখা
তার লাভ হোক না হোক
যে করে তার লাভ!
আরে তোমাদের জিরো ফিগারের জন্য
স্পেশাল করে ডায়েট করতে হবে না,
আর মনটাও কিছুক্ষণ উচ্চে থাকবে!"
একপুরুষ তর্ককালে এক নারীকে বললেন।
"দূর ছাই! মনের উঁচু!
বর কোনোদিন ব্রত রেখেছে?"
নারী বললেন।
অন্য এক পুরুষ বললেন---
"না, রাখেনি, তোমাদের মতো---
হাতে গুণে দু'তিনদিন ব্রত করে না,
একাহারী বেচারা পুরুষ সারাবছর ব্রত করে
ভুখা পেটে, ঘামঝরা দেহে
মাঠে,কারখানায়,অফিসে অফিসে,
ওরা জাস্ট প্রিয়ার মুখে হাসি দেখতে চায়!
হ্যাঁ, তোমরাও এখন চাকরি করো,
ব্রত করতে কে বলছে?
করনা।
বরের মা বরের জন্য এত ব্রত করেছে
আর নাটুকে বউয়ের ব্রতের দরকার নেই!"
"একা নারীতেও অর্ধেক আকাশ।
ভুল করলে পুরুষ যেমন দোষী
ভুল করলে নারীও তেমন দোষী!"
এক বৃদ্ধা কমেন্ট করলেন।
ধূর্, বিরক্ত হয়ে
আমি ফেসবুকই ডিলিট করে দিলাম।
গ্রামে-গঞ্জে মেয়েদের উপর নির্যাতন
গরীব মেয়েরা খেতে পায়না
পড়তে পায়না
এসব দেখার সময় কোথায় নারীবাদী মেয়েদের?
ওরা কি আদৌ তা দেখতে চায়?
নাকি জাস্ট দেখাতে চায় নিজেদের?
সবাই মালালা নন।।