হাওয়া বললো জানালা হব
এই নে ফেরত তোর মিষ্টি হাসি।
ক্লান্ত পাখি জিরোয় পাখা
মেঘ আজকে বৃষ্টি হবি?
চল্ না খেলি লুকোচুরি
জিজীবিষা তুমি কোথায়?
হঠাৎ চামচিকার লাথি:অনিমেষ মহানিশা
এবার মরলে দুগ্গাঠাকুর হব,
রক্তাক্ত সৈকতে আবার দেখা হবে
জাতিস্মর কাকের ডাকে ভাঙবে রঙিন শীতঘুম।
জীবন নয় সুতোহীন অ্যালার্ম ঘড়ির আষাঢ়ে গপ্পো
বিরক্ত এক দুপুরে আবার মনে পড়বে চু-কিতকিত
যদি মুছে না যাই তবে আবার দেখা হবে
কার রোদে কে ঢেউ হবে কেউ জানে না,জানি না
একমুঠো ঘাসফুল হাতে খিলখিলিয়ে যদি হাসি
যদি হঠাৎ মনে পড়ে তবে ক্ষমা করো।।