আলসেমিতে সেমিকোলন নয় ক্ষণ
এক্ষণে ইসলামীয় উদ‍্যম চাই!
ঘুচুক তমোগুণ জাগ্রত নিশীথ
কুয়াশায় লুকানো পাতাঝরা শীত
জড় জঞ্জাল বৈরাগী ভেক যাক নিপাত
কর্মময় দেহে রণং দেহী শক্ত হাত
স্নায়ু হোক তব ইস্পাত সম
লৌহবৎ হোক পেশি
স্বপ্নশয‍্যা ছাড়ো হে বীর
হে দেহ বদলানো ঋষি!
মেলে না কি দেশে তুরী ভেরী আজ
কোথা লুকায়াছে দধিচী বাজ
কোমল কোমল গীত ছেড়ে আজ
"দুর্গম গিরি কান্তার মরু" হোক!

প্রমোদ প্রাঙ্গণ আমোদোল্লাস ছাড়ি
গোপীনন্দন রজোগুণে ছাড়ি বাড়ি
ধমনী শিরায় বীর্যবান তেজ লইয়ে
দেখো কর্মযোগ শিখাইতেছেন গেয়ে!
জ্বালাও তোমার বিছানা বালিশ যতো
মুঠোফোন হোক টুকরো টুকরো শত
ছিঁড়ে ফেলে মদিরাবাষ্প মাকড়ি জাল
সম্মুখে চাহি দেখো দাঁড়িয়েছে কাল!
অমৃত পুত্র, ওই শোনো পার্থসারথীরে
জাগো হে বৈদান্তিক মস্তিষ্কে পূর্ণ পুরে
হে উন্নত শির কর হে একত্বের সন্ধান
"তুমিই সেই" হে অন্তর্মুখী, হে "ব্রহ্মণ প্রজ্ঞান"
মুসলিম শুধু ভাই নয়রে তুই তোর ভাই এক
তাই শিবজ্ঞানে জীবসেবা সুভাষচন্দ্রে দেখ।

"মোরা একবৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান"
বৈদান্তিক মাথা ইসলামীয় দেহে এ দেশ পূর্ণপ্রাণ।

"কে আছো জোয়ান হও আগুয়ান"
হও নব ভগীরথ মিশাইল ম‍্যান
যমুনারে টেনে যে মিলাইল ধরে
প্রাচ‍্য দর্শনে প্রাশ্চাত‍্য বিজ্ঞান!
নিয়তিবাদেরে আজ দে বলীদান
ইউরোপীয় আত্মবিশ্বাসের যুপকাষ্ঠে
আমেরিকার ন‍্যায় সমাজ খুলুক
কেন বেঁধেছিস আষ্টেপৃষ্ঠে?
মেয়েরা বেরাক শিখুক যা কিছু
বিশ্বে ঘটিছে আজ তা
যা কিছু ভালো সেসব শিখে
লেখুক নিজ ভাগ্য খাতা নব সীতা।
শিশুরা শিখুক আত্মবিশ্বাসী ভাব শুধু
জীবন মনের ব‍্যায়ামগার, সাধু সাধু!

জাতের নামে বজ্জাতি ছাড়ো দরিদ্র দহন কেন?
"দরিদ্রদেবো ভব মুর্খদেবো ভব" তোমার রক্ত জেনো।
শ্রীরামকৃষ্ণ এনেছেন সত‍্যযুগ তাই কলির হল অবসান
সিন্ধুর সেই "প্রোটোটাইপ যুগ" পেল বিশ্বের উদ‍্যান।
এযুগে এক জাতি, এখন সবাই ব্রাহ্মণ
অহৈতুকী ভক্তি নিষ্কাম কর্মে জাগো হে নিষ্পাপ মন।

বিবাহ নয় ইন্দ্রিয় সুখ সার্থক করো এ জীবন
সর্ববন্ধন খন্ডনের এক পদক্ষেপ মাত্র এ ক্ষণ।
স্বাধীন হও সর্বপ্রকারে হে শিবদুর্গার সন্তান
জীবন সমুদ্র মন্থন করে তুলিয়া আনো জ্ঞান।

ভেঙে ফেল সোনার শিকল
ভাঙরে ওরে জাহান্নামের ঝুমঝুমি,
এখনো যে তোর ভাঙ্গেনি ঘুমই...
স্বামীজির আহ্বানে জাগরে অভাগা
মানুষ হয়েছিস যখন―
মান, হুঁশ সহ রেখে যা রে দাগা!
হে মানব ওঠো জাগো―
জেনো, তুমিই তোমার অদৃষ্টের সৃষ্টিকর্তা
জাগো হে ভারতভাগ‍্যবিধাতা।

(স্বামীজির বাণী অবলম্বনে)