স্নানের ঘরে অশ্রু মুছে দিতে পারি
তোর স্মৃতি মোছার ক্ষমতা নেই
আমি বর্জন করতে অসমর্থ
গ্রহণ করারও সাধ্য নেই;
আমার হৃদয় মাঝে বিছুতি নাচে
তোলপাড় সময় মাথাজুড়ে
বাষ্পীভূত কান্নারা সব
আজকাল রাতে খুব আদুরে!
আমার বোকা রুমাল একলা বেলায়
কেবলই ভেজে আনমনে
মাঝেমাঝে মনে হয়
তোর কাছে ছুটি প্রাণপণে!
সূর্য ওঠলে দিনের শুরু
আমার তো শুধুই মধ্যরাত
চিরটা দুপুর চিরকুটে বন্দি
আজ অন্যের হয়েছে প্রিয় দুটি হাত।
কতটা সরল, কতটা ভালো, কতটা বোকা--
কে জানে?
লোক বলে, ভালোবাসা বলে হয়না কিছুই,
ভালোবাসা হয়, চোখ জানে!
এক একটা দিন এক একটা জন্ম
এক একটা জন্ম এক একটা দিন।।