কিছু কাছাকাছি,
আছি আমিও আছি
দূরে...
সূর্যের রোদ্দুরে
ভালো।
কিছু প্রতিশ্রুতি
অদ্ভুত অনুভূতি
জাগায়...
গাধাদের বুদ্ধি নাই
আজো।
সাদরে হারিয়ে গেছি আমি
ফাটামাঠে ফুটিফাটা
মিথ্যা হাতছানির ডাকে
চোখে ছানি পোড়াদেহে।
ভোররাতে আজো জাগে
ছানাবড়া চোখে ছানা
কারো ঘরের ছানার গন্ধে,
আত্মহত্যার ডাক শুনি
ডবডবে লাভাঝরা নিষুতিতে,
পাশফিরে নাকডাকি।
ফসলের দাম পাবনা জানি
গণতন্ত্র এলে বোকা বনে যাব আবার
জানি...