নীল দিগন্ত খোলা চিঠিতে
সলতেখানি পুড়ে যায় উদাসী হাওয়ায়
আলো দিয়ে যেন কেউ অন্ধকার খুঁজে চলে
টুকরো টুকরো কাটা মাংস হাতছানি দেয় অশরীরিকে
চায় না মা,ওরা পথমাঝে চায় চুম্বন,ভালো,আরো ভালোয় ক্ষতি কি
নিশ্বাসের নিলামে দেখনদারি দেশপ্রেম
গর্জন গর্ভবতী হয়না,মানে চাইলেই পারে হতে
ভোট লাল রক্ত দিয়ে রাঙিয়ে দেয় গণতন্ত্রের কালো ঠোঁট
যেমন চলছে তেমনই চলছে,নবনেতাও তো গোছানোর তাগিদেই
মাতৃদুগ্ধ কাঁদে,মায়ের রক্ত খাই তুমি-আমি-আমরা পালাবদল করে
ভগতের ক্ষত নেতাজি আহত
কত কত বাপ-বেটায় লুটেপুটে খায় অমৃত
শিবকে ওরা অমৃত দেয়না,হলাহলে শিবকেই পড়ে মনে
ষাঁড়ে-শুয়োরে না লাগিয়ে,ব্যথাটা অনুভব করো,বিক্ষত হও
খুঁড়তে খুঁড়তে কেউটে নাই বেরোক,লাভা নিশ্চিত বেরোবে জেনো
হে দীপশিখা দেখা দাও পোড়ামুখ দেশের অন্তরে।।