পুরনোর ভাসান নতুন ভার্সন
নতুন প্রাণ-মন
নতুন পণে এগোবো কাঁধে কাঁধ হাতে হাত।
প্রথম দিনই ফাঁকি দিতে চাইনি
ছুটি নিইনি
তোমাকেই উপহার দেব মোর নয়া প্রভাত।
নতুন গোল নতুনভাবে আলাপ
নতুন গোলাপ
নতুন করে সাজাবো তোমায় নতুন বছরে,
নতুন ডাইরির প্রতিটি পাতাই
তোমার কথায়
তোমার গন্ধে তোমার আনন্দে রাখব ভরে।
নতুন বছর নতুন স্বপ্ন
নব কিরণের আলো
নতুন সংকল্প নতুন উৎসাহ
সুস্থ থেকো, থেকো ভালো।।